কবিতা

কবিতা- অধিকারিণীর সন্ধানে

অধিকারিণীর সন্ধানে
-সঙ্কর্ষণ

 

ছেলেটি গল্প, গান, কবিতা লেখে
পর্যায়ক্রমে সৃষ্টির সর্বত্র অবাধ বিচরণ।
ঘোর কৃষ্ণকায়া নর্তকীরা দিগন্তে জড়ো হতেই
তার চোখে একটি মুখ ভেসে ওঠে
বিষণ্ন, গভীর, ক্ষীণকায়া…

সর্বত্র দেখেও তুলিতে মায়া বাঁধা পড়েনা কখনো
নিজেকে অত্যন্ত ব্যর্থ শিল্পী মনে হয়।
অথচ এই আরোপিত ঈশ্বরত্ব কেবল তাড়া করে,
এমনই জন্ম হয়ে গেছে শত সহস্র অনুভূতির…
কায়াটুকুই সত্যি হলে ছায়াকে চোখে হারায় কি?

এখনও বর্ষা আসে, ফুলঝরা জোছনায়
কৈশোরে একা দোলনার নাম কবিত্ব…
আরেকটা বসন্ত এসে দোলা দিক বুকের ভেতর।

প্রেমিকায় মাতৃত্ব খুঁজে পাও, স্নেহতে প্রেমিকাকে।
এসো সোনালী অতীত শুনে যাও
শুভাকাঙ্ক্ষী বন্ধুটি খুঁজে পাবেনা তো…
এ মুখ ধূমকেতু রূপ ধরে একা হাসে বুকের ভেতর।

শ্রান্ত হৃদয়, চূড়ান্ত নির্ভর হয়ে কাছাকাছি আসে
নাতিশীতোষ্ণ একটি বলয়ের প্রলেপের দূরত্বে।
নরনারী ওম নেয়…
মিশে তারা যায়না তো প্রেমেরই আবেগে।

রাত হলে মুখটিকে চাঁদে দেখে কবি,
এ কীসের অভাব… কখনোই ফারাক রাখেনা
মণিহার ও পেতলের ভেতর?

Loading

Leave A Comment

You cannot copy content of this page