Site icon আলাপী মন

কবিতা- বিপ্লব

. বিপ্লব
-অমরেশ কুমার

হিংসা, আজও চারিদিকে
হিংসা, মেতেছে রাষ্ট্রনীতিতে
হিংসায় জ্বলছে শহর, জ্বলছে মনুষ্যত্বের মেরুদন্ড
হিংসায় জ্বলছে গ্রাম,
পুড়ছে আঁচল ঢাকা মায়ের বুক।

হিংসা শুধু হিংসা
হিংসা মিশে গেছে জাতীয়তাবাদের ধর্মের রক্তে।
তুমি বিপ্লবী, তুমি বিপ্লব
জ্বলন্ত হিংসায় দগ দগ করে জ্বলছ
তাও নীরবে সবকিছু দেখছো—
জ্বলন্ত হিংসায় হাত চেপে মুখ।

চারিদিকে পড়ে শুধু বিপ্লবের ছাই
আজও ওড়ে, আজও ওড়ে; যদি দেখো চেয়ে।
বিপ্লব রক্তে বিপ্লবী আমি..
উড়ন্ত ছাইয়ের জমাটি রূপে
বানাবো অট্টালিকার ভিত।
আমি বিপ্লব, আমি বিপ্লব
বিপ্লবে পুড়ে যাক হিংসার বিভীষিকা রূপ।

কলহ সমাজে বারেবারে নেমে আসে
বিপ্লবের তরঙ্গের ঢেউ —
ভেঙে ছারখার হয়
ইস্পাতে ঘেরা কংক্রিটে মোরা
যত, সামাজিক বেড়াজাল, অন্ধ রীতিনীতি।

বিপ্লব চলমান, বিপ্লব জানে নাকো মানা
বিপ্লব, রুদ্ব দ্বারে আঘাত হেনে, আনে নতুন বার্তা
পরিবর্তনের সেই তো বিপ্লব ,
বিপ্লব আনে — পরিবর্তন-পরিবর্তন-পরিবর্তন।

Exit mobile version