Site icon আলাপী মন

কবিতা- আহ্বান

      আহ্বান
        – ঋজু

 

বহুদিন হলো প্রচ্ছদে মিছিলের ছবি দেখে শুরু
এবার একটা ‘উপসংহার’ বলে অধ্যায় খোলা হোক।

দু’মলাটের মাঝে
নিভু নিভু মলোটভ,
ফাঁসির দড়ির নীচে হ্যান্ডবিল মোড়া কন্ডোম।
তার ক্লিভেজে গড়ে ওঠা এ সরকার ও নদীমাতৃক তন্ত্র ন্যক্কারজনক
সাংবাদিকতা হলদেটে-ধীক্কারজনক,
এ পাগলামো আত্মঘাতী।
এ শহরে মনুষ্যত্ব মৃত।
এ শহরে সবকটা দাঁড়কাক বহিরাগত!

এভাবে দুলে দুলে কবিতা পড়া চলে আজকাল!
ক্রমে পুলিশ এসে ধরপাকড় করে নিয়ে চলে যায় গোটা ব্যারিকেড টা, যানচলাচল আবার স্বাভাবিক।
আমাদের মনে আছে তারিখগুলো;আমরা লিখে রেখেছি।
এসো আগুন-ঋষি, আমরা চুল্লি জ্বালাই এবার।
আড়চোখে পশ্চাৎ মেপে নিক এবার
সবাই সবার।

Exit mobile version