তন্বী বালা
– পাপিয়া ঘোষ সিংহ
এক কিশোরী তন্বী বালা ,যেন নৃত্যের তালে চলে,
দুধবরণ কন্যা, চাওনি ঠিক তন্বী- হরিণ,কাজলকালো চোখের,
রোজ সকালে কোকিল কন্ঠে গান গেয়ে ফুল তোলে।
ঠোঁট দুটো তার পাপড়ি যেন সদ্য ফোটা ফুলের।
একটি কিশোর মুগ্ধ হয়ে রোজই দেখে তাকে,
কে এই মেয়ে!অপ্সরী সে যে ,নয়নরঞ্জন রূপ,
নেশা জাগে সেই ছেলেটির, বসে জানলার ফাঁকে,
রোজ সকালের সূর্য সোনার স্নিগ্ধ কোমল ধূপ।
সেদিন ফাগুন মাসের আগুন রূপে মগ্ন সেই ছেলে,
শুধায় তারে নাম কি তোমার?রূপসী না তন্বী?
হেসে মেয়ে উত্তরে কয় ,তোমায় কেন দেবো বলে?
হয়তো সোনা, অনামিকা, প্রেরণা কিংবা বহ্নি।
কিশোর বলে , নামটি তোমার যাই হোক না,
ঐ রূপে আমি পাগল পারা ,মন আমার উতলা,
তোমার নাম হোক না নদী, না হয় হোক ঝরণা।
স্বচ্ছ শীতল বারির মতো তিরতিরিয়ে চলা।
খিলখিলিয়ে হাসলো মেয়ে,অঙ্গে ঢেউয়ের দোলা,
কিশোর টি তার মগ্ন চোখে ,প্রেমেই দিশেহারা,
তন্বী, তরুণ প্রেম জোয়ারে সেই তো ভেসে চলা,
মত্ত দু’জন দু’জনাতে, এইতো প্রেমের বহতি ধারা।।
ধন্যবাদ আলাপীমনের সবাইকে।