ফাগুন ও চাঁদ
– সঞ্জয় দাশগুপ্ত
ও ফাগুন তুই ক্যামনে এলি
আমার ভাঙ্গা গরাদ গলে?
হঠাৎ কেন দোল লাগালি
আমার পাপড়ি-ছেঁড়া ফুলে?
চোখের জলে ভাসিয়ে নেওয়া
আমার বুকের গরম হাওয়া,
আমার দুটো শুকনো ঠোঁটের
পরশ পাবি বলে?
ফাগুন তোর ঐ গোলাপ গোলাপ
মাতাল করা রঙ এ
আমার এ মন রাঙে না!
ও চোরা চাঁদ সিঁদ কেটেছিস
আমার খোড়ো চালে?
ফাঁক পেয়েছিস, আর বসেছিস
আমার নোনতা ভেজা গালে?
হাহাকারের এই মহলে
যার কাঁদে পেট রাত পোহালে
তোর কি সাজে এই কারুকাজ
তার তেল না পড়া চুলে?
ও চাঁদ, তোর ওই
মুক্তো-গলা আলোর সোহাগ
আমার জন্যে না!
ফাগুন ও চাঁদ, যাবিই যদি
ওই মহলে যা…
তিনতলার ওই জানলা দিয়ে
পর্দা ঠেলে যা!
নরম গদির বিছানাতে
খুনসুটি কর, যা!
ফাগুন ও চাঁদ, রাত্রি ভোরে
ফেরার সময় হলে
আকাশপারের মেঘকে বলিস
হঠাৎ দেখা পেলে
আসছে শ্রাবণ মাসে যেন
আমার ভাঙ্গা ঘরে
বাদল ঝরে না!
ফাগুন ও চাঁদ
যা রে এবার
সাত মহলায় যা!!