
কবিতা- আমার শিক্ষক
আমার শিক্ষক
-নাজমুল হুদা খাঁন
বঙ্গ থেকে বিশ্ব বঙ্গে
পিতৃতুল্য শিক্ষক মোদের অঙ্গে অঙ্গে
সুমধুর স্মৃতির স্মরণে
হয়েছিল শুরু আপনাদের বরনে
জীবনের প্রতি পদে
কেউ না কেউ দেখিয়েছে পথ
সেই পথে চলছে আজও আমাদের রথ
আপনাদের স্নিগ্ধ শীতল ছোঁয়ায় হয়েছি আমরা ধন্য
আর আজ সাগর তীরে এসেছি
আপনাদেরই জন্য।।।
যতটুকু এগিয়েছি, আর আছে যত বাকি
জীবনের চোরা বালি পেরিয়ে, জীবনের ছবি আঁকি
শুধু আপনাদেরই জন্য।।

