এই নকল শহরে
– নৃপেন্দ্রনাথ মহন্ত
এ শহরে আর ঘরবাড়ি নেই,আছে শুধু নুড়ি
ঘরে ঘরে ঝোড়ো হাওয়ায় উড়ছে কেবল বালি
যারা পথের ধারে দাঁড়িয়ে আছে ছুড়ি নয়–বুড়ি
সব পুরুষগুলো একটাও আসল নয় – জালি।
ওরা সব স্বরচিত কুয়াশায় নিজেরে লুকায়
নিরাময় খোঁজে কোনো সহৃদয় নারীর আঁচলে
জৈবিক তাড়নায় মনুষ্যের সারিতে দাঁড়ায়
ওদের স্বপ্নগুলো মুখ লুকায় ঝড়ে ও বাদলে।
প্রচণ্ড উত্তপ্ত দিন, মার্তণ্ডের প্রকাণ্ড ভ্রূকুটি
আড়ালে পৌরাণিকপশুরা খোঁজে মানুষের ত্রুটি
শুধু অগ্নিসংযোগ বাকি, প্রস্তুত গ্যাসের উনুন
মুরগির পথ চেয়ে বসে আছে পেঁয়াজ-রসুন।