এবার জেগে ওঠো
-সত্যদেব পতি
লেখার শব্দগুলো আজ দরজা বন্ধ করে দেওয়া শুরু করে
বিষাদময় নিঝুম শহর থেকে গ্রাম
হায়নার বিষাক্ত নখরে ফালা ফালা করছে শৈশব থেকে কৈশোর মন দেহ!
প্রতিবাদী মনে ভয়াল মুর্তিমান ছায়া
বিশ্বাসের দড়িতে স্বার্থপর আগুন;
যৌবনের মৌবন পুড়ে ছাই হয়
সকালের কাগজে
অসহিষ্ণুতা পৌরহিত্য করে সমাজের যজ্ঞ কুন্ডে
মেরুদন্ড আজ সর্পিল হয়ে থাকে
রাজনীতির অলিখিত চাপে
তবুও ঘুরে দাঁড়ানো প্রচেষ্টা করে
অপামরে জনস্রোত
ঘুম ভাঙে না কখনো গভীরে থাকা মাছের
কারণ তাদের চোখ খোলা সবসময়ই।
আমি উৎসাহিত হলাম খুব ভালো লাগলো