Site icon আলাপী মন

কবিতা- আলপনার ভূবন

আলপনার ভূবন
-অমিতাভ সরকার

 

মনের নৈসর্গ যখন বাস্তবে মিলে যায়,
রোমাঞ্চকর মাধূর্যে ভরে জীবন।
বলোনা আমরা কি চাইনি সে জীবন!

জীবন স্রোতের বিচিত্র আলপনায় পা রেখে

চলতে চলতে কোন এক সিক্ত আলপনায় হরকে গেল পা।

তুমি এক নতুন নৈসর্গখুঁজে পেলে।

অনাবিল আনন্দ সেথায়, পারিজাতের সুগন্ধ,
পালঙ্কে চাঁদ ভাসে ,গুনগুন করে ঘুমের গান,
স্বপ্ন সায়র ঢেউ খেলে যায় দুচোখ বেয়ে।

ঘুমানন্দে সুখময়।

নদীর ওপার ভাঙ্গে ঘুরন্ত স্রোতে, ভেঙে পড়ে কাশবন, শরতের শিউলি ভরা তল ।

অনাবিল আনন্দে ভেসে যায় শিশির সিক্ত দুর্বা ,

শতদল, ভাটফুল, কত কি।

দেউলে ঘন্টা বাজে, শঙ্খ ধ্বনিতে মথিত ভূবন।
অলক্তরাগে সূর্য নামে মোর ঘরে। একি বোধনের
আমন্ত্রণ! ঘুম ভাঙ্গে স্বপ্ন চলে যায়।

আমিতো সেই আছি আলপনার পায়ে পায়ে।

Exit mobile version