কবিতা- কিছু বাকি থাকে

কিছু বাকি থাকে
– সীমা চক্রবর্তী

 

মনে হয় সেদিনের ঘটনা…
তবুও স্বীকৃতির সাক্ষর রেখে
কেটে গেলো অগণন বছর।
ভালোবাসার পথ টা বড্ড পিছিল….
পায়ের তলায় গভীর খাদ।
সময়ের শরীর জুড়ে ছেনির ঘায়ে
সৃষ্ট অজন্তা… ইলোরা… খাজুরাহো…
সাফল্যের উষ্ণ স্রোতে ভেসে যায়
জীবনের পাপ পূন্য বোধ।
সময় যায়… মরুভূমিটাও বৃদ্ধি পায়
উত্তপ্ত হয় পরিধি।
ভিতর সমুদ্র পাগলামি করে যখন তখন
ঢেউয়ের অভাবে…।
একদিন যা আমার ছিল মনে হয়
তা যেন আজ হয়ে গেছে কার।
প্রতিটি দিনের শেষে পরে থাকে নির্জনতা।
শব্দের ভিতর শব্দ আঁকা থাকে অনেক…
এটুকু সত্য… প্রত্যেক প্রাণীর মনেই
আকণ্ঠ তৃষ্ণার নদী নিত্য বহমান।

Loading

Leave A Comment