কিরীটি
-সঙ্কর্ষণ
প্রয়োজনীয়তা বিলোতে যাবেনা তাঁকে
জোনাকির আলো এঁকে রেখে গেছে শোক,
পৃথিবীর বুকে নেমেছে যেন নরক
হেন শীতলতা কে ছড়ালো বৈশাখে?
নীচে থেকে গেলো তোমাদের মতো যারা
প্রতিদান বলে শোণিতের ভাগী গুরু,
চক্রের গতি উত্তর হোলো শুরু
মুছে দিয়ে যাবে অতীতের আশকারা।
রক্ষার তুমি কতোটুকু নেবে দায়
ভাগ্যের শরে বোঝোনি কি তুমি মৃত,
হে নিষাদরাজা কবে হবে অবহিত
মাত্ হোলো জয়ী বিধাতার নিশানায়?
কী সুখের আশে অসুখীর পানে চাও?
মাথা নীচু করে তারও পরে চলে যাও।