Site icon আলাপী মন

কবিতা- দু’চোখের অতলান্তে

দু’চোখের অতলান্তে
– প্রদীপ কুমার সামন্ত

 

তোমার ঐ দু’চোখের অতলান্তে
লুকিয়ে আছে কত প্রেম, কত ভালবাসা
কত দুর্নিবার আকর্ষণ
কত কল্পনা – জল্পনা;
কত সুখ-দুঃখের ছেঁড়া ছেঁড়া টুকরো ছবি
কত কালবৈশাখী ঝড়
কত বিধ্বংসী আতঙ্কিত বন্যা।

তুমি কস্তুরী মৃগ–
তুমি গন্ধরাজ, রাতের রজনীগন্ধা
তুমি মর্ত্যের সুরধ্বনি
আর স্বর্গের অলকানন্দা।

তোমার চক্ষু ক্যানভাসে ফোটে
মোহময়ী স্বর্গের ঊর্বশী নৃত্য
অপরূপ কালজয়ী দৃশ্য;
তোমার ভুবনমোহিনী হাসিতে ঝরে
হীরে- চুনী পান্না
আর ঝর্ণার মুক্তধারা,
তাই তো তুমি সবার মনের আকাশে
ভোরের এক শুকতারা।

Exit mobile version