যে প্রেম কবিতা শেখে
-কাজল দাস
যদি এখনো ভালোবাসো,
যদি আবার ফিরে আসো,
যদি ভালবাসো আমাকেই।
তুমি তুমি তুমি ছাড়া
এ জীবন দিশাহারা
জেনো আমার আকাশ জুড়ে
তুমি ছাড়া কিছু নেই।
যদি সত্যিই ফিরে আসো
সব ভুলে ভালোবাসো
মাখবো পথের ধূলো
হাত ধরে দু’জনেই।
বৃষ্টিতে কাদাজলে
বুক ভরা দাবানলে,
আগুনের ক্যানভাসে
তুমি ছাড়া কিছু নেই।
যদি কুড়োনো কথার রাতে
ঘুম ভাঙা বিছানাতে
আয়নায় দেখা শহর,
খুঁজে ফেরে আমাকেই
নিয়নের আলো মেখে
যে প্রেম কবিতা শেখে
তার বুকে লিখে রাখা
তুমি ছাড়া কিছু নেই।
যদি ভাঙা জানালার ধারে
নিকোটিন খেলা করে
বিষাদের সাদা রঙে
আঁকা হয় তোমাকেই।
তোমার ফেরারী মনে
পড়ে আছি এককোণে
জীবন বলতে তুমি,
তুমি ছাড়া কিছু নেই
তুমি, তুমি ছাড়া কিছু নেই।