জীবন অপরাহ্ন
– সোম
জীবন ইতিহাস ঠিক যেন একটা ঘড়ি,
আপন মনে বয়ে চলেছে বয়সের বেলা।
জন্ম লগ্নে হয়েছে সকাল, যৌবনে হয়েছে দুপুর।
এখন বয়স বেড়েছে,
বার্ধক্যের জীবনে ঠিক যেন অপরাহ্ন বেলা।
প্রভাতে সূর্য ওঠে, পাখিরা ডাকে গাছে।
সদ্য জন্মানো শিশুর মুখে খিলখিল হাসি,
কখনো সে ক’কিয়ে কেঁদে ওঠে।
যেমন করে সকাল গড়িয়ে দুপুর হয়,
তেমনি শিশুকাল কেটে যায়।
সে যৌবনে কারো পিতা, কারো স্বামী,
দু’চোখে কেবলি স্বপ্নরা বাসা বাঁধে…..
এ জীবন হয় মধুময়, যেন বর্নালী রঙে রঙিন রয়।
দুপুর গড়িয়ে আবার আসে বিকাল,
কিচিরমিচির রবে পাখিরা ফেরে বাসায়।
সে শিশু আজ হয়েছে বুড়ো,
হাতে লাঠি, চোখ হয়েছে ঝাপসা,
বুকে খুসখুসে কাশী।
দু’হাত বাড়িয়ে, মৃত্যু দাঁড়িয়ে দুয়ারে,
আর নয় অপেক্ষা, যেতে হবে একেলা…
আজ সে হয়েছে বুড়ো,
এই জীবনের অপরাহ্ন বেলা।
খুব সুনদর ভাবনা