কবিতা- শূন্য হৃদয়ের আর্তনাদ

শূন্য হৃদয়ের আর্তনাদ
– বিশ্বদীপ মুখার্জী

 

জীবনটা হয়তো আরও ভালো হতে পারতো
পেতে পারতাম কারোর নিখুঁত ভালোবাসা,
যার দু’ চোখে দেখতাম নিজের ছবি
যার কোলে মাথা রেখে
তৃপ্তির গভীর সাগরে যেতাম ডুবে।
তার একটা নরম স্পর্শ
মনকে রোমাঞ্চিত করে তুলতো….
তার ভালোবাসাকে রাখতাম আঁকড়ে ধরে,
মনের গভীরে।
জীবনটা হলো মরুভূমি….
চারিদিকে ক্যাকটাসের কাঁটা
প্রতিনিয়ত হৃদয়ে করে গভীর ক্ষত,
ভালোবাসা মরীচিকার ন্যায়
দূর থেকে দেয় দর্শন….
কাছে গিয়ে শুধু শুনতে পাই
শূন্য হৃদয়ের আর্তনাদ।
এটাই হয়তো আমার নিয়তি….
দুর্ভাগ্য আমার নিয়তির সাথে আলিঙ্গনবদ্ধ।

Loading

Leave A Comment