সত্যি ই চেয়েছিলাম
-সুজাতা দাস
আমি চেয়েছিলাম তোর সঙ্গে পথ চলতে-
তোর না বলা কথাগুলো সুন্দর ভাষা দিতে-
ভেবেছিলাম পথ ভল্গা থেকে গঙ্গায় পৌঁছাবে-
কিন্তু ভাবিনি শেষ কথাগুলো শেষ হবে না-
পড়ে থাকবে মৃত সরীসৃপের মতো
বলা না বলা কথার পাহাড় হয়ে-
ঘৃণায় মুখ ফেরাবে সময়ও, যা অপ্রাসঙ্গিক-
কিছু অভ্যাস তো থেকেই যায়, যা সময়ও পাল্টাতে পারে না-
কিছু ব্যথা তো মনে করায়, কোনও ভুল ছিল দু’জনেরই-
ভেবেছিলাম কোনও রূপকথার গল্পের চরিত্র হবে জীবনটা,
যেমন কোনও সোনার কাঠির ছোঁয়ায় জীবন্ত রাজকন্যা-
অথবা গভীর জলে ভেসে বেড়ানো কোনও মৎস্যকন্যা, যা কল্পনাতেই সত্যি হয়তো-
হয়তো জ্যোৎস্নায় ভাসা কোনও নিঃসঙ্গ পরি, যে চেয়েছিল কল্পনায় হারিয়ে যেতে মেঘেদের দেশে-
হয়তো খুঁজতে চেয়েছিল তোর মনের গভীরতা-
চেয়েছিল হয়তো একাত্ম হতে কোনও নিবিড়তায়-
বাড়িয়েছিলাম ভালোবাসার হাত, যা ফিরিয়ে নিতে কষ্ট হয়েছিল হয়তো-
আকাশের জ্বলে থাকা নক্ষত্রেরাও হয়তো ঝরিয়েছিল অশ্রু,
যা পৃথিবীর মাটিতে ঝরেছিল ঘাসের মাথায় শিশিরের মতো-
যা তোর বোঝার অনেক বাইরেই থেকে গেছে সময়ের পথ বেয়ে।।