Site icon আলাপী মন

কবিতা- জীবন চক্র

জীবন চক্র
– নাজমুল হুদা খাঁন

 

অর্ধেক পৃথিবী ঘুমাচ্ছে
কিছু নক্ষত্র চিরকাল জেগে থাকে
তারা আজও জেগে আছে
কেউ কেউ ভয়ানক নিঃসঙ্গতায়
দুর্বিষহ অতীতের চিন্তায়
হয়তো বা দুর্গম ভবিষ্যতের আশায়।

কিছু বিষণ্ণ সকাল
ঘুম ভেঙে দেখে গভীর অন্ধকার
সেই অন্ধকারে কিছু সিগারেটের নীল ধোঁয়া
ব্যর্থতার পরাবৃত্ত এঁকে চলেছে সময়ের সাথে

এই ভাবে চলছে জলচক্রের মত জীবনচক্র
প্রবল অস্থিরতার মাঝে সবাই চাইছে স্থির হতে
কিন্তু দিনের শেষে সবাই অস্থির
কেউ ভালো নেই…

Exit mobile version