Site icon আলাপী মন

কবিতা- মৃত্যুর জন্য কবিতা দায়ী

মৃত্যুর জন্য কবিতা দায়ী

-বিকাশ দাস 

 

থেমে গেছে বৃষ্টির ছলকানি
থেমে গেছে আকাশের গোঙানি
তবু তুমি আসোনি আকবর চাচার চায়ের দোকানে।
ধ্বসে গেছে মাটির আত্মগ্লানি
ধ্বসে গেছে বসতবাড়ির ঝলকানি
তবু তুমি আসোনি শেষ বিদায় দেখে নিতে শ্মশানে।

কার শব রেখে চুল্লিতে ধরে আছো উছলান
আগুনের সেঁক লেগে বেঁচে ওঠে মৃত্যুর প্রাণ।

প্রকৃতির হৃদকমলে থাক ধর্মজাত যার যার
এইটুকু পৃথিবী সবার সমান সমান অধিকার।

কবির আঙুল জানে বেঁধে নিতে কবিতায় নিশ্চুপ কথার ঝংকার
মৃত্যুর জন্য কবিতা দায়ী অবিমৃশ্য হাড় হৃদয়ের নিরর্থ অহংকার।

 

Exit mobile version