অণুকবিতা- বারি স্বজন সাথী 5 years ago বারি-সঙ্কর্ষণ বুকেতে যদি বা রাখো পরিযায়ী ডানাপালকে জড়ানো আছে অচেনা ঠিকানা। যে মেঘে ঝরালো জল এ শুষ্ক হৃদয়েআকাশও বাঁধেনি তাকে সে চেনা সময়ে। তুমি কি ভিজেছো তবে হে অনামী পাখিমুছেছো আহত ডানা না জেনে বেবাকই?