কবিতা- মনন

মনন
– অমিতাভ সরকার

 

এক অনুভূতিতে আকাশ ছুঁয়ে দেখা যায়,
অন্য অনুভূতিতে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ।
এক লহমায় তোমাকে দেখে ফেলা,
না দেখার অনুযোগ নিয়ে তোমাকে বলা।

সবুজ দেখতে গিয়ে গোলাপে নত মুখ,
ঝর্নার জল দেখতে গিয়ে বৃষ্টিকে ছুঁয়ে ফেলা।
মেঘের অনুভূতি খুঁজতে গিয়ে বাষ্প কে ধরে ফেলা,
তারার ঝিকিমিকি দেখতে গিয়ে তোমার চোখের আলো দেখা।
আনন্দধারা খুঁজতে গিয়ে তোমার বিরহের ছবি এঁকে ফেলা,
গদ্যের জগতে বসে ছিলে তুমি আমার কবিতা হলো আঁকা।

Loading

Leave A Comment