Site icon আলাপী মন

কবিতা- শেষ আশ্রয়

শেষ আশ্রয়
– পায়েল সাহু

 

অনুভুতিগুলো এক তরফা, ভালোবাসাটাও
তবু সব বুঝেও না বোঝার ভান ….

সংসার, সমাজ,সন্মান বাঁচিয়ে সামান্য ছোঁয়া
অন্যপ্রান্তে হিম শীতল বরফের নিরেট দেওয়াল।

সে দেওয়ালের ওপারেও সূর্য উঁকি মারে কখনো
ওই সামান্য উষ্ণতাটুকুই জানান দেয় প্রাণের অস্তিত্ব

ওই কঠিন হিমশীতল দেওয়াল টানে তীব্র ভাবে
ক্ষত বিক্ষত করে আশাতীত ভাবে জড়াতে গেলেই

বৃথা চেষ্টা সরে আসার, বরফের কামড়ে পঙ্গু শরীর
মৃতপ্রায় প্রাণটুকু এখনো অস্তিত্ব জানান দেওয়ার তীব্র প্রচেষ্টায়,

নিজের ওপর অভিমানে, কান্নায় নীলচে শরীর মৃত্যুর প্রতীক্ষায়
পাহাড়ের সৌন্দর্যে মাতাল হওয়া মন আজ মুক্তি চায়।

মিছে আশায় হাজার মাইল অতিক্রান্ত পথ এখন গোলক ধাঁধাঁর সামিল
ভালোবাসার মৃত শরীরের মিছিল সেখানে যেন জীবন্ত লাশ।

সহায় সম্বলহীন প্রাণ ভালবাসা আগলে তবু এগিয়ে যায়
ওই বরফ শীতল নিষ্ঠুর কোলে শেষ আশ্রয়ের আশায়।

Exit mobile version