Site icon আলাপী মন

কবিতা- অশুচি

অশুচি
– শুক্লা রায় চৌধুরী

 

নিয়ন আলোর রঙ্গিন নেশায় মত্ত নগর সাজে,
আলগা হওয়া জুঁইএর মালা কবরী জড়িয়ে থাকে;
আসমানী রঙ শাড়ির আঁচল উজ্জ্বলতায় ঢাকা,
আতর মাখে এমন যে সাজ বুকে বারুদ চেপে রাখা;
তামস ঢাকা গলির মাঝেই ছড়িয়ে আমার বাস,
লালসা ভরা খিদের টানে শুধু তোমার যাতায়াত;
আমার ঘরেও ক্ষুধার জ্বালা চালের হাঁড়ি শূণ্য,
সমাজের কাছে তুচ্ছ আমি হইনা কভু গণ্য;
ব্রাত্য হয়ে সকল কাজে অশুচির প্রাচীর তুলে থাকি,
সকল সে পাপ তোমার দেওয়া ধারণ করেই বাঁচি;
আমায় ছুঁয়ে শুদ্ধতা পাও এমন তোমার ধর্ম,
পবিত্রতার ঋণের ভারে হও না যে আরও নম্র,
কুলটা নাম সইছি হেলায় এমনই আমার কাজ,
আমার ঘরের মাটি নিয়েই দুগ্গা মায়ের সাজ।

Exit mobile version