কবিতা- এক মুঠো প্রেম

এক মুঠো প্রেম

-পিয়ালী চ্যাটার্জী 

 

চেষ্টা করলে আমিও পারতাম
তুমি যেমন পেরেছিলে,
এক নিমেষে ভালোবেসে
এক নিমেষেই ভুলেছিলে।

নীল আকাশ, শান্ত ঢেউ
পারেনি তোমায় আটকাতে,
মন খারাপের বায়নাগুলো
আমিও চাইনি জানাতে।

জ্যোৎস্না রাতে তারার খেলা
এখন যেন এলোমেলো,
বৃষ্টি এখন বেপরোয়া
আগে তাতে শান্তি ছিল।

আমার প্রেম এক ঘেঁয়েমি
শুধুই তোমাকে চায়,
তোমার চাওয়া সন্ধ্যে সুরা
ব্যর্থ বিলাসিতায়।

আমার চোখ লাল মাটিতে
সিঁদুর রং দেখে,
তোমার প্রেম পরিণতি পায়
ঠোঁটে ঠোঁট রেখে।

তোমার প্রেম কেলকুলেটিভ
হিসেবগুলোই বোঝে,
আমার মন সেকেলে বড়,
ইমোশনটাই খোঁজে।

আমার প্রেম একাকিত্বের
ঝিম্ ধরা দুপুর,
তোমার প্রেম শুষ্ক হাওয়া
কুয়াশায় চাপা ঋতুর।

তোমার প্রেম আধুনিকতায়
নতুন প্রেম পাক,
আমার প্রেম পুরোনো গোলাপ
ডায়েরি ছুঁয়ে থাক।

Loading

Leave A Comment