Site icon আলাপী মন

কবিতা- প্রথম অধ্যায়

প্রথম অধ্যায়
– সীমা চক্রবর্তী

 

তোমাকে একবার দেখা,
যেন জীবনদায়ী ওষুধ
পিপাসিত মন-মরুতে
বারিধারা এক বুঁদ।
তুমি আজ আকাশের চাঁদ
যায় না তো ছোঁয়া
অপ্রাপ্তির অন্তরালে
সঞ্চিত স্বপ্ন গেছে খোয়া।
তোমার ভালোবাসা আজ
নিঃশ্বাস সম প্রয়োজন
কতো তার পরিমাণ কখনো তা
জানতে চায় না মন।
তোমার পরশ আকাঙ্খা জলে
ভাবনায় তোলপাড়
তোমার অভাব গোপন ক্ষতে
রক্ত ক্ষরণ বার বার।
তোমাকে চাওয়া তৃষ্ণার রাজ্যে
স্বর্গের অমৃত সম
সহস্র প্রেমিকের ভিড়ে শুধু
তুমিই অন্যতম।
তুমি আমার অভ্যাস
দিন যাপনের প্রতিক্ষণে
দেনাপাওনার সাত কাহনে
জর্জরিত করেছো ঋণে।
স্বপ্নে তোমাকে অনিবার্য
রাত্রি শেষের নিদ্রা কালে
তোমার চিন্তা অনল মনে
তন্দ্রা আনে সোনালী জালে।
প্রতিটি বাঁকে তোমাকে পাওয়ার
অনুভবে কাটাই প্রহর
প্রত্যাশার নেই যে শেষ
জিজ্ঞাসারও হাজার বহর।
প্রাণ-ভ্রমরা রাখতে চাই
তোমার বুকের পিঞ্জর মাঝে
এটা আমার প্রথম অধ্যায়
আরও গল্প বাকি আছে।

Exit mobile version