Site icon আলাপী মন

কবিতা- কিছুতো নিজেরই থাক

কিছুতো নিজেরই থাক
-সুজাতা দাস 

 

জানি শেষ হয়েও শেষ হয়না কিছু-
ফুরিয়ে যায় না ভালোলাগা কিছু শব্দ-
গভীর বেদনা চেপে হাসি অবহেলে-
তবুও কিছু বাকি থাকে জীবনে কষ্ট-

কখনও সুখের খোঁজে হারিয়ে যাওয়া-
যেখানে মুখরিত করে স্মৃতি অন্য মুখে-
সেখানেই সুখের বাসরে কাঁদে বেহুলা
বাঁচানোর আক্ষরিকে জলে ভেসে চলে-

যদি বিশ্বাস বারেবারে হারায় নিজেই-
মিথ্যা কলেবরে শুধু নিজেকেই ঢাকা-
তবুও হাসি মুখে লুকোচুরি খেলা চলে-
খুঁজতে নিজেকেই নিজে হারিয়ে ফেলা-

স্বপ্ন শুধুতো স্বপ্নই দেখায়, হয়না পূরণ-
তবুও দিবাস্বপ্নে বিভোর থাকি সদাই-
এর নামই তো জীবন, যা হারিয়ে যায়-
তবুও খুঁজি স্বীয় অস্তিত্ব আজ নিজের-

ভালোলাগাগুলো তবুও ভালোবাসা হয়-
জড়িয়ে রাখি পুরোটাই নিজের হৃদয়ে-
তবুও হারায় অসময়ে হায় নতুন করে-
কিছু তো থাক শুধু নিজের, নিজেরই হয়ে।।

Exit mobile version