Site icon আলাপী মন

কবিতা- অদ্য শেষ রজনী

অদ্য শেষ রজনী
-সঙ্কর্ষণ

 

 

এমন একটি সন্ধ্যায়
সময় হলেই থেকে থেকে হাওয়া দিতে থাকে।
দুয়েকটা দোকানে পুরোনো বইয়ের মতো
একা একা শুয়ে থাকি, আকাশের দিকে দেখা।
আলো এমনভাবে জ্বলার চেয়ে তুমি নিভে যাও।
এখানে অব্যাহত সময়ের পারাপার…

তবু ভাবি “থাকো” বলবোনা
আশা করে থেকে যাই নিয়ে যাওয়া হবে।
যা কিছু আমার, ভুলে গেছি…
তাই বুঝি শেষ বলে শুরুটুকু রেখে চলে যাও
ভালোবেসে কালোকে ঠকিয়ে?

এ রাতে আড়াল রেখে চলে যাচ্ছেন মা।
ঘুমন্ত কপালে উদযাপনের স্নেহচিহ্ন রেখে গেলে
আমরা আবারও আশা করে থাকবো।
বড়োরাস্তার মোড়ে জ্বলা প্রতিটি আলোতে
শরৎ ও হেমন্তের বিদায়ী আলিঙ্গন…

বিমূঢ় অশ্রু যেন শিশিরকে প্রশ্ন করে,
“বেলা না যেতে খেলা কেন তব যায় ঘুচে?”

Exit mobile version