কবিতা

কবিতা- অভিমানিনী

অভিমানিনী
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

প্রিয়া তোমার দু’চোখে ঝরছে আষাঢ় শ্রাবণ,
জল থৈ থৈ নয়নে ‌‌ আজ বর্ষা দিনের প্লাবন ।
থমথমে ঐ মুখখানা আজ জমাট বাঁধা মেঘ,
কোথায় গেল জল তরঙ্গের তালে চলার বেগ?
কোথায় গেল ঝর্ণা ধারার মতো উন্মাদনা,
কোন আঘাতে আমার প্রিয়ার এমন মুখখানা?
গোলাপ পাঁপড়ি ঠোঁট দু’খানি ফুলিয়ে কেন আছো?
লাল আপেল ঐ গাল দু’টিতে কালো ধারা মোছো ।
দোষ করেছি, চলে গেছি তোমায় ছেড়ে দূরে
দাও না ধমক, মেঘের দমক, আমায় বেশী করে ।
তারপরে ঐ মুখখানিতে জাগবে আলোর দ্যুতি
বিদ্যুতের চমক যেন কাটাবে মোর ভীতি ।
একটু হাসো খিলখিলিয়ে ঝরুক শিলাবৃষ্টি,
অভিমানী মুখটা দেখে যে থেমে যাবে সৃষ্টি ।
আমার মনেও মেঘ জমবে, তুফান হবে শুরু,
লন্ডভন্ড ধরিত্রী, ধ্বংস লীলায় বক্ষ দুরুদুরু.
যাও ভুলে যাও সব অভিমান, দাও না করে ক্ষমা,
প্রিয়া তোমার মান ভাঙাতে এনেছি ফুল এক ধামা ।
সাজিয়ে দেবো ফুলে ফুলে মোদের বাসর ঘর,
প্রকৃতিতে বৃষ্টি শেষে নামবে প্রেমের ঝড় ।।

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page