মুক্ত গদ্য

মুক্তগদ্য- কানামাছি ভোঁ ভোঁ নেই আর…

কানামাছি ভোঁ ভোঁ নেই আর…
– সুমিত মোদক

 

 

কানামাছি ভোঁ ভোঁ / যাকে পাবি তাকে ছোঁ — কথাগুলি ছড়িয়ে পড়ত খেলার মাঠ জুড়ে। সে সময়টা আমাদের। আমাদের ছেলেবেলায়। খেলাটির নাম- কানামাছি খেলা। তখন গ্রামে গ্রামে এ খেলাটি বেশ জনপ্রিয় ছিল শিশু-কিশোর ছেলে-মেয়েদের মধ্যে। ছোটদের সঙ্গে বড়রা কেউ কেউ এ খেলাতে অংশ নিতো। তার ফলে খেলাটি আরও আনন্দ মুখর হয়ে উঠতো। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এ খেলার প্রচলন ছিল। একেবারে গ্রাম্য খেলা। শিশুদের খেলা। আনন্দ উপভোগের খেলা।

এ খেলাতে এক জন প্রথম কানামাছি হতো। সেটা ঠিক হতো ‘হে-এ-হে-তা ‘ পদ্ধতিতে। প্রথম যে কানামাছি হতো তার চোখ দুটি বেঁধে দেওয়া হতো গামছা দিয়ে। তারপর তাকে এক পাক ঘুরিয়ে ছেড়ে দেওয়া হতো। একটু দূরে অন্যরা গোল হয়ে তাকে ঘিরে থাকতো। দু’ চোখ বাঁধা কানামাছি হাতড়ে হাতড়ে খেলার সঙ্গীদের ছোঁয়ার চেষ্টা করতো। কারণ, যাকে ছুঁয়ে তার নাম বলতে পারলে তার পর সে হবে কানামাছি। খেলার অন্য সঙ্গীরা কানামাছির পিছন থেকে, পাশ থেকে ছুঁয়ে পালাতো। সে সুযোগে কানামাছি কাউকে ছুঁয়ে তার নাম বলতে পারলে সে ‘মোর’ হয়ে যেত। তখন সে হতো কানামাছি।

সে আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের কথা। এখন গ্রামের খেলার মাঠ গুলি হারিয়ে যাচ্ছে। হারিয়ে গেছে শিশুর শৈশব। খেলার বেলা বিকাল বেলা। কানামাছি খেলা। গ্রাম্য শিশুর গ্রাম্য খেলা। আজ আমাদের কাছে থেকে গেছে কেবলই স্মৃতি হয়ে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page