Site icon আলাপী মন

কবিতা- দুঃসময়

দুঃসময়
– প্রদীপ কুমার সামন্ত

 

 

পৃথিবীতে আজ জ্বলছে আগুন
নেভাবার তার শক্তি কোথায়?
ক্রূর দানবের জটিল চক্রান্তে
জীবনটা ভরে দুঃখ ব্যথায়।

ভালবাসা আজ পথের ভিখারী
দেহ লালসার অন্তরালে
খুন, ধর্ষণ আর রাহাজানির
পাশবিক শক্তির মহান চালে।

বিশ্বাস-অবিশ্বাসের দোলাচলে
জীবন আজ ওষ্ঠাগত প্রাণ
বিবেক মনুষ্যত্ব নিমেষে হারায়
জনম হয়ে যায় খান্ খান্।

নোংরা আজ রাজনীতির চালে
পৃথিবী আজ হয়েছে নীল
মানব জন্ম হয় ছিন্ন ভিন্ন
চিতা ভষ্মে শুধুই বিলীন।

তবুও একবুক আশা প্রত্যাশা
ভোরের সূর্য্য একদিন হাসবেই
একতার গান গেয়ে মানুষ
শান্তি সুখের সাগরে ভাসবেই।

Exit mobile version