কবিতা- আমি

আমি
-রঞ্জন নস্কর

 

 

প্রথম যখন আমি মাতৃগর্ভে ভ্রণ হয়ে
এক তাল মাংসপিণ্ড !
তারপর, বিকশিত হতে শুরু করল
ধিরে ধিরে হাত, পা, চোখ, কান,
পূর্ণ অবয়ব ।

প্রথম যখন আমি পৃথিবীর আলো দেখলাম,
আমি তারস্বরে চিৎকার করে কেঁদে ওঠে ছিলাম,
আমার আত্মিয়-পরিজন সকলে আনন্দে হেসেছিল,
তারা বুঝেছিল, আমি বেঁচে আছি
তারা কেউ বোঝেনি বিভৎস্য পৃথিবীকে দেখে ভয়ে কেঁদে উঠে ছিলাম সেদিন …

Loading

One thought on “কবিতা- আমি

Leave A Comment