কবিতা- পাপাচার

পাপাচার
– সুজিত চট্টোপাধ্যায়

 

 

এই দ্যাখো পুণ্যতোয়া
পাপধোয়া গঙ্গা।
এই দ্যাখো পবিত্র স্বর্গঘাট
হর কি পৌরি, হরিদ্বার।

হিমবাহ বাহিত বহমানা শীতলতা
তীব্র স্রোতশীলা জননী গঙ্গোত্রী।

এসো অবগাহন করি,
এসো পূণ্য অর্জন আকাঙ্ক্ষা চরিতার্থ করি
জয় জগদীশ হরে, গঙ্গা মাতা কি জয়।

এইবার..

সিক্ত উন্মুক্ত বুকে হাত রাখো
উচ্চারণ করো, পবিত্র সৎ বিশ্বাসে…
আমি পবিত্র, নিষ্পাপ, অকলুষ, নিষ্কাম।

একি কুণ্ঠিত কেন? করো উচ্চারণ
জটাজুট, গেরুয়াধারী স্বঘোষিত সন্যাসী,
তিলক চর্চিত কপাল কুঞ্চিত কেন?

হায় রে…

বিগলিত করুণা জাহ্নবী গঙ্গা
হার মেনেছে সেই কবেই
পাপিষ্ঠ মানুষের পাপাচারের কাছে ।

Loading

One thought on “কবিতা- পাপাচার

  1. আলাপী মন এর সকল শুভানুধ্যায়ী বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভকামনা , ভালবাসা।

Leave A Comment