সরণ
-অমল দাস
ভাড়াটে পৃথিবীতে আমরাও ভাড়াটিয়া,
প্রত্যেক শ্বাসে নবীকরণের সমঝোতায়-
পূর্বের তুলনায় নিম্নগামীর সরণ চলে রোজ!
মস্তিষ্কের ক্ষরণ ঘটে রঙ্গমঞ্চের নথি শোধরাতে
পাকস্থলী আহার ভুলে প্রায় রুগ্ন মরু
এদিকে মূল্যবৃদ্ধিতে মহার্ঘ্য বেতন বাড়লেও,
আয়ুষপাখি ক্রমান্বয়ে ক্ষুদ্র, অনেকটা হামিংবার্ড।
বর্ণের অপ্রতুলতা নেই ভাবনার ডানায়
ঋতুচক্রের পাক্ষিক প্রহরে রংধনুতে বাহ্যিক রঞ্জিত।
যদিও হামিং-এর শ্রুতিমধুরতা ছুঁতে পারিনা,
জাগ্রত মূর্তির কলহে গুঞ্জন তীব্র কর্কশ।
পোষ্যের খাঁচা থেকে যেদিন কার্বন পত্র মিলবে
সেদিন আনন্দের আমাজন খুঁজে পাবো না।
প্রকাশ্যেও আসতে মানা আমাদের অদৃশ্য অবয়বের।
দারুণ লিখেছো ভাইটি
ধন্যবাদ দাদা
বেশ লাগলো ।
ধন্যবাদ দাদা