অণু অবিতা- ভিতর

ভিতর

-সুমিত মোদক

 

 

আজকাল নদীর ওপারের শব্দও শুনতে পাই ;
নদীর দুকূল এখানে অনেকটা কাছাকাছি ;
ঠিক তোমার আর আমার মতো ….
বুকের ভিতরের নৌকটা শীতের কুয়াশায় ঢাকা ;
যেখানে সাজানো আছে ভবিষ্যতের আড়বাঁশি ;
সেখানেই সাজিয়ে রাখবো অতীতের যত ক্ষত .

Loading

Leave A Comment