শান্তিনিকেতন
– রাখী চক্রবর্তী
চল মন, যাই শান্তিনিকেতন,
রবির দেশের লাল মাটি
চল তার গন্ধ মাখি।
কুয়াশা ভরা সকাল দেখে
তৃপ্ত হোক দুনয়ন।
চল মন, যাই শান্তিনিকেতন।
ছোট নদী,
মন ভরায় যদি
রবি কিরণের সাথে
একরাশ পেজা তুলো ভাসে
যেন স্বপনের নীল আকাশে।
চল বসি ছাতিমতলায়,
শীতের বেলায়
প্রাণ ভরুক রবিঠাকুরের কবিতায়।
ছুটি ছুটি মন থাকুক আরো কিছুক্ষণ
চল মন যাই শান্তিনিকেতন।
সাদা বক ওড়ে ধূধূ আকাশে
কতো পাখি করে কলরব
শুধু কোকিল থাকে অপেক্ষায়
কবে হবে বসন্তের আগমন।
চল মন যাই শান্তিনিকেতন।