উন্নাসিক
-অমিতাভ সরকার
ভীষণ কৃপণ শব্দ দিয়ে তোমাকে চিঠি লিখব ভেবেছিলাম কিন্তু হল কই?
স্বমহিমায় সেই মথিত কথাগুলোই তো বারবার আসতে শুরু করেছে। সুচরিতাসু কেন তুমি বারবার আমার স্বপ্নের মাঝে এসে আমাকে অনুপ্রাণিত করো তোমার দুটি নয়নের দিকে তাকিয়ে থাকার জন্য। আমি দেখি আর অনুভব করি, তুমি কি লাজুক তাইনা?
আমি বসে থাকি বাতায়নে তোমার অপেক্ষায়, অনেক অপেক্ষায়। তুমি পথ ধরে সোজা চলে যাও, তুমি মুখ তুলো না একটিবারের জন্য। আমি চাই, হ্যাঁ আমি চাই তুমি একটু মুখ তুলে আমার দিকে চাইবে। তোমার এটা উন্নাসিকতা কিনা জানিনা তবে তোমার এই ভাবনাটা তোমাকে আরও কাছে পাওয়ার চাহিদা বাড়িয়ে দেয়।
মাঝে মাঝে ভাবি এই ভাবেই তো কবিতার জন্ম হয়। তুমিতো কবিতা আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম প্রেম তুমি, দ্বিধা নাই বলতে। আমি নিবেদিত তুমি কি গ্রহণ করবে না? না অবক্ত হয়ে আমার হৃদয় মন্দির আলোকিত রাখবে জীবনের প্রথম ভালোবাসা হয়ে। এই জীবনের অনাস্বাদিত সম্পদ হয়ে।একি স্বপ্নের মায়াজালে আমি আবদ্ধ!
না না আমি আকন্দ ফুল হয়ে সারা জীবন থেকে যাব।আমার সোহাগ তোমার শ্রী চরণে গিয়ে তোমাকে আপ্লুত করবেই করবে। তুমি আমাকে গ্রহণ করতে বাধ্য হবেই এই বিশ্বাসই আমার ভালোবাসা ,আমার প্রথম প্রেম। একটা দিনও তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। তোমার উন্নাসিকতার এটাই হবে শাস্তি।