Site icon আলাপী মন

কবিতা- তুমি একবার এসো

তুমি একবার এসো

-অমল দাস

 

 

কাগজী নৌকা ভেসেছিল বর্ষা জলে;

আমার, একটি তোমার!

ভেজা আবহ, প্রবাহ স্রোত এগিয়ে দেয়   

সাবলীল পথে নামার।

 

জলাশয় ছেড়ে, নদী শহর বেয়ে

মোহনা ধরে আসি সমুদ্র,  

মিষ্টতা ধীরে ক্ষয়ে আসে আমদের

নোনাজলে অতি ক্ষুদ্র।

 

তবুও প্রতিশ্রুতি লেখা কুয়াশা দেয়ালে

শৈত্যের মৃদু শব্দ,  

আসবে পূর্ণ জ্যোৎস্নার সান্ধ্য লগনে

রাঙাতে আমার অব্দ। 

 

সুদীর্ঘ রাত বেঁধেছি আঁখির পাতায়

এক প্রাপ্তির অপেক্ষায়,

মেঝের উপর সুগন্ধি পাপড়ি পড়ে থাকে

নিস্তেজ পাহাড় জমে যায়।

 

আমি কতগুলি ছবি এঁকেছি তোমার

রাতের রক্তরাঙা লালে,  

জমাট প্রেম তোমায় উপহার দেবো  

তুমি একবার এসো সকালে।

Exit mobile version