Site icon আলাপী মন

কবিতা- হেমন্তের সুর

হেমন্তের সুর
– সীমা চক্রবর্তী

 

 

শরৎ চলে গেলো বড় ব্যস্ততা দেখিয়ে
হেমন্তের আগমনে ছাইছে লাজুকতা
উৎসবের রাত্রি শেষে গর্বাচৌএর চাঁদ
একরাশ বিষন্নতা নিয়ে…।

হিম ধরা রাতে আকাশ প্রদীপ জ্বালতে চেয়ে ছিলাম
তাদের আত্মার মঙ্গল কামনায়
যারা নীল কন্ঠ হয়েছিল।

আমার সে দীপ জ্বলে উঠতেই
পাতা ঝড়ার দিন আগত হলো।
ঝাপসা কুয়াশায় ডুবে থাকে সূর্যটা
রোজ ভোরে…..আরক্তিম বেদনায়।

কখন যে এসে চলে গেলো শান্তি-পারাবত!
এ ভাবে হেমন্তও যাবে চলে
চলে যাবে শীত…. বসন্ত…
অথচ কি আশ্চর্য
পৃথিবীর বুকে কোনো দাগ কাটবে না… !

শুধু বে-হিসাবির বুকে
পাওয়া না-পাওয়ার হিসেব কষে যাবো
কোনও এক বিষন্ন, বিমর্ষতার গোধূলিতে….

Exit mobile version