Site icon আলাপী মন

কবিতা- আমি অনন্তে মিশে যাই

আমি অনন্তে মিশে যাই
– নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

অতিক্রান্ত দীপাবলি
নিভে গেছে অবশিষ্ট ক্লান্ত দীপশিখা
দিগম্বরীর কোলের কাঁথায়
ঘুমিয়ে পড়েছে রাকা চাঁদ
শুধু একা একা রাত জাগে ছলছল চোখে
বিষণ্ণ শুকতারা।

একা বসে বাতায়ন পাশে
আমি শুনি কার সতর্ক পদধ্বনি
কী কথা যেন সে বলে বাতাসের কানে
বাতাস অচঞ্চল, স্তব্ধ একেবারে।

বদ্ধ ঘরে শ্বাস টেনে
কোনোক্রমে বেঁচেবর্তে থাকা
মাঝেমধ্যে তাও কষ্টসাধ্য অতিশয়
তখন মনে হয়
পরমায়ু নয় তো কারুর অমেয়-অক্ষয়
অতএব এত কষ্ট সওয়া কেন?
দেহ পড়ে থাক পঞ্চভূতে
আমি অনন্তে মিশে যাই।

Exit mobile version