Site icon আলাপী মন

কবিতা- নীরবতা

নীরবতা
– নাজমুল খাঁন

 

 

আমাকে কখনো বলতে হবেনা
তোমায় ভালোবাসি।
কখনো গভীর আবেগ নিয়ে আমায় ছুঁতে হবে না।
হতে হবেনা আমার গভীর রাতের রাতজাগা পাখি।
আর পাঁচটা পাগল প্রেমিকের মতো
আমার জন্য পাগলও হতে হবে না।
রুটিন মেপে আমার সাথে কথাও বলতে হবে না।
আমার জন্য তোমার আত্ম-সম্মানে ফাটলও ধরাতে হবে না।
আমার সারাদিনের ক্লান্তির ঘামও তোমায় মোছাতে হবে না।
আমার জন্য আটপৌরে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে না বারান্দার করিডোরে।

আমি শুধু চাই
আমি যখন বলবো “তোমায় ভালোবাসি”
তুমি এক দীর্ঘশ্বাসের সাথে বলো
পাগল একটা তুমি।
ভালোবাসাকে ঐচ্ছিক বিষয়ের মতো
দুরত্ব বাড়িয়ো না।

Exit mobile version