নীল পাখিটা একদিন
– সত্যদেব পতি
দারুন লাগছে তোমায় যেন নীলআকাশের নীল পরী…
নীলীমার সাথে নবীন শশীর উদয় বলেই ভ্রম করি,
এলো চুলে দুর আকাশে হাসছে উমা কাটিয়ে ভয়-
হাতের কাঁকন বাজছে কিনি দু’হাতে শোভে শঙ্খ বলয়;
বাজে তারা কিনি রবে করছে যেন কিঙ্করি,
দরাজ কন্ঠে গাইছে গজল তান ধরেছে আশাবরী-
মুক্তো ঝরা হাসি যেন ডাকছে ময়ূর রব করি
ঝরছে মুক্তো ঠোঁটের ফাঁকে ঝরছে সোনার ফুলঝুরি,
নির্বাক ঐ চিত্র কলা লাগছে সখার সহচরী।