কবিতা- পেরিয়ে এসেছি কতো

পেরিয়ে এসেছি কতো
-সঙ্কর্ষণ

 

 

অসংখ্য তারায় ভরা, কৃত্রিম বা অকৃত্রিম
এই সুবিশাল আকাশের কাছে
আমার যে কথাগুলি বলার ছিলো তার সবটুকুই
তোমাকে বলেছি… তুমি কি আকাশ তবে?
তোমাকে তো ছোঁয়া যায়, তাকে তো তা যায়না।

একাকী চলার পথে হলদে-সবুজ কতো পাতা
মাড়িয়ে এসেছি, দেখেছিলো অবচেতন আর… আর
ছিলো আবেগী দ্যোতনা মাখা শুধু কিছু নিভন্ত বাতি,
তারা কি সবাই জ্বলেছিলো ভালোবেসে সারাদিন ধরে
যেমন আঁধারে একা ফুরিয়েছি আমি…

এখনও শয়নে দেখি, স্নিগ্ধ আলোর কোনো ঢেউ
আমি বসে বেড়া দেওয়া উঠোনের মাঝে
প্রতিটি কুঁড়ির নামে শপথ… শুধু চেয়ে নেবো
এই শীতার্ত রাত্রির মতো একটি আরাম-কেদারা
লেখা ছেড়ে উপভোগে মিশে যাবো জোনাকির ডানায়…

ঢেউয়ের ভেতর থেকে মৌমাছি পদক্ষেপে
তুমি এসে হেঁটে যাবে হৃদয়ের আদিম গভীরে।

এক পা, দুই পা, তিন পা, চার…

Loading

Leave A Comment