আজও খুঁজে চলেছি
– সুমিত মোদক
অনেক দিন হয়ে গেল বেরিয়েছি পথে
একজন মানুষ খুঁজতে;
একজন মানুষ;
প্রকৃত একজন মানুষ;
প্রকৃতি প্রেমি মানুষ;
যে কি না এগিয়ে আসবে এই বিপদের সময়;
যে কি না রক্ষা করবে ধ্বংসের মুখে পড়া মানব জাতিকে;
মানুষ সবই জানে;
আর জানে বলেই দিন দিন বিপদসীমা অতিক্রম করে গেছে;
বছরের পর বছর ধরে অত্যাচার করছে পৃথিবীর উপর,
প্রকৃতির উপর;
যে প্রকৃতি মানব জাতিকে সৃষ্টিতত্ত্ব দিল
সেই প্রকৃতিকে ধ্বংস করতে চাইল;
একের পর এক জঙ্গল শেষ করতে চাইল;
নষ্ট করে গেল জলাশয়, নদী;
বাতাসে বাতাসে ছড়িয়ে দিল রাসায়নিক;
মাটিকেও রেহাই দিল না বর্জ্য পদার্থে;
রুষ্ট হল প্রকৃতি; রুষ্ট হয় …..
ধীরে ধীরে গিলে নিতে থাকে বিশ্ব উষ্ণায়ন;
ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অতিবেগুনি রশ্মি;
নেমে আসে একের পর এক বিপর্যয়;
কখনও অতি বৃষ্টি, কখনও অনাবৃষ্টি;
কখনও বা সমুদ্রের জলোচ্ছ্বাস ….
এ যেন সেই মহাদেবের প্রলয় নৃত্য;
নেচে উঠছে তা-থৈ-তা-থৈ …..
কাঁধে তার প্রকৃতির মৃতদেহ;
প্রলয় নৃত্য শুরু করেছে;
প্রলয় নৃত্য…. আসছে মহাপ্রলয় ….
এখন তাকে কে শান্ত করবে!
কে রক্ষা করবে এ পৃথিবী, এমন জাতিকে!
তেমন এক মানুষ খুঁজছি; প্রকৃত মানুষ;
প্রকৃতি প্রেমি মানুষ;
যে কি না রক্ষা করবে সমগ্র মানব জাতিকে;
আজও হেঁটে চলেছি;
আজও খুঁজে চলেছি তেমন এক মানুষ।