
কবিতা- কবি হয়ে ওঠা হলো কৈ
কবি হয়ে ওঠা হলো কৈ
– ডাঃ তারক মজুমদার
কবিতা লিখতে লিখিতে কখন যেন
পার হয়ে গেলো পঁচিশটা বসন্ত ।
এখন বদমেজাজি কোন সম্পাদককে দেখলেই
কবিতাকে গুছিয়ে রাখি ডাইরীর ভিতর।
আসলে আমি এখনো কবি হয়ে উঠতে পারিনি,
কিছু সাহিত্যিকের অমূল্য মতামত।
আমার পূর্ব পুরুষ যে ভাবে কবিতা লিখতেন
আমিও সেভাবে হাঁটছি এবড়ো খেবড়ো পথে।
অন্ধকারে ছড়িয়ে আছে যত সব স্তব্ধতা
ব্যালকনিতে রেখে আসা উষ্ণ চায়ের ধোঁয়া।
মূল বক্তব্যটা প্রস্ফুটিত করতে
আমার এই কলমের সাথে সখ্যতা।
সাদা কাগজে সাজাই শব্দের আঁতুর ঘর
আর সেখান থেকেই জন্ম নেয়——
“কবিতা পৃথিবীর শুদ্ধতম্ ভালোবাসা”।


One Comment
Ananda Mallick
আনন্দ মল্লিক