Site icon আলাপী মন

কবিতা- বিষন্ন বলাকা

বিষন্ন বলাকা
-অমিতাভ সরকার

 

 

আমিতো তোমাকে বিষণ্ন বলাকার মতন দেখতে চাইনি।

তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার ভাবাবেগ, তোমার আনন্দ-উচ্ছ্বাস,

সবকিছুই তো রেখেছিলে আমার জন্য।

কোন এক গোলার্ধের ভাবনা ভাবতে ভাবতে বিষন্নতা চেপে বসেছিল আমাকে,

তোমার মধ্যেও দেখতে পেলাম বিষন্ন বলাকার ছাপ।

আমি হারাতে থাকলাম অনেক কিছু, যেন তোমাকেও!

বাতায়ন খোলা, আমি লোহার শিক ধরে দাঁড়িয়ে, তুমি ওপারে বিষন্নতায় আলুথালু।

অন্ধকার নামে, জোনাক জ্বলা দেয়ালের গায়ে এসে বসে,

টিপ টিপ এ আলো, মৃদু মন্দ বাতাস, দক্ষিণের কোন বেয়ে হাসনুহানার গন্ধ।

নিকষ আকাশে তারারা কান পেতে শোনে তোমার আমার বিষন্নতার কথা।

তুমি যেন বিড়বিড় করে কি বলছিলে? আর আমার উদাস কথাগুলো।

তুমি বলছিলে কবিতা আঁকতে শেখনি।

আমি বলেছিলাম তোমার চাঁদপানা মুখখানা আমার কবিতার আলপনা।

ওখানে বলাকার বিষণ্ণতা নেই, আছে শুধু তোমার আর আমার বিশ্বাসের কথা।

সারা জীবনের গানের বিস্তার।

Exit mobile version