কবিতা- আর কতো হাঁটি, বলো

আর কতো হাঁটি, বলো
– নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

আর কতো হাঁটি, বলো!হাঁটি-হাঁটি পা।

দশক তো পেরোলাম গণ্ডা দুয়েক
বটের ঝুরির মতো অনেকানেক
অভিজ্ঞতা জমে গেলো।হে,স্বাধীনতা!

আর কতো হাঁটি, বলো?হাঁটি -হাঁটি পা!

ঘুঘু চড়াবে যারা তোমার ভিটায়
তাদের কাঁধে দেশ বহনের দায়
এমনটা হলে দেশ এগোবে ক’পা?

আর কতো হাঁটি, বলো? হাঁটি -হাঁটি পা!

সবাই সবাইকে করছে পরখ
কার ধারালো দাঁত, কার তীক্ষ্ণ নখ
এই নির্বাচনে কার ভরবে খাতা।

আর কতো হাঁটি, বলো? হাঁটি -হাঁটি পা!

সমস্ত বুভুক্ষু মুখ অন্যরকম
ইশারায় সাড়া দেয় যদি দুর্দম
মস্তকে তোমার কে ধরবে ছাতা?

আর কতো হাঁটি, বলো?হাঁটি -হাঁটি পা!

Loading

Leave A Comment