Site icon আলাপী মন

কবিতা- প্রখর দারুণ দূরে

প্রখর দারুণ দূরে
-সঙ্কর্ষণ

 

 

সারাটি দিনের যতো মুছে দিতে শোক
সে বধূ চা’বেই শুধু রাত বড়ো হোক।

নবনী সকাল থেকে দুপুরে আগুন
রাতেতে আপন লীলা দেখাক ফাগুন।

আলোতে পুরুষ যারা চষেছিলো দিক
প্রেয়সী ক্রোড়েতে রাতে মাতাল প্রেমিক।

আলো সে ভালো বেশী আলো ভালো নয়
স্নিগ্ধ জোছনা তাকে ঘিরে কালো র’য়।

প্রতিটি ঘরেই যবে এসেছে সুদিন
ঘুমেতে রজনী মিঠে শুনিয়েছে বীণ।

আসলে দিনেই যেন রাতের কালো
আঁধারি আলোতে বাসি জীবন ভালো।

Exit mobile version