কবিতা- কি মুশকিল!

কি মুশকিল!
– ডাঃ তারক মজুমদার

 

 

কি মূশকিল !
কোথায় থাকি নিরাপদে?
বিধ্বংসী বিপন্নতার জাল
বিছিয়ে দিয়েছে দেশ সীমানা গন্ডি পেরিয়ে।

অর্থ আজ অর্থহীন দুর্নাম ঘুচিয়ে
অথৈ জলে হাবুডুবু আমাদের চেতনা।

অর্থ আজ নির্লজ্জ অর্থনীতি
তবুও কিছু কিছু শব্দার্থ খুঁজতে খুঁজতে
সময় যায় গড়িয়ে।

অর্থ লোভী মানুষ পরিচ্ছন্নতা হারায়
লুকিয়ে থাকা মুখোশের আড়ালে।

যত সহজে অমূল্য বক্তব্য যায় রাখা
তত সহজ নয় তাকে লালন করা,
কথা আর কাজে বৈপরীত্য টানে যবনিকা
অর্থহীন অর্থের লালসার….

কি মুশকিল!
কোথায় থাকি নিরাপদে?

Loading

One thought on “কবিতা- কি মুশকিল!

Leave A Comment