আশায় বাঁচি
-সুমিত মোদক
তোমাকে আর কোনদিন জন্ম নিতে বলবো না
এই পৃথিবীতে;
জন্ম নিলেই দেখতে পাবে কুরুক্ষেত্র প্রান্তর,
ধর্ম আর অধর্মের যুদ্ধ,
লাখো লাখো মানুষের মৃতদেহ,
রক্তাক্ত ভূমি;
চারিদিকে কেবল শিয়ালের উল্লাস;
যদিও জানি, তোমার মা আর কোনোদিন যুদ্ধের গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে না;
কোনোদিন আর অসম্পূর্ণ থাকবে না
চক্রবূহের গল্প;
শুনবে সপ্তরথীকে পরাজিত করার রণকৌশল
যুদ্ধে জয়ের শঙ্খধ্বনি;
তোমাকে আর কোনদিন জন্ম নিতে বলবো না
এ পৃথিবীতে;
জন্ম নিলেই দেখতে পাবে এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের বিদ্বেষ, খুনোখুনি, অরাজকতা;
এখানে তো আর মানুষ নেই, কেবল হুজুকে ধর্ম আছে;
আর আছে, ক্ষমতা দখলের লড়াই ….
তোমার জন্য একটা পৃথিবী দেবো,
নতুন এক পৃথিবী;
যেখানে সকালের আলো, ভৈরবী রাগ;
যেখানে মানুষ আর মানবতা হাত ধরাধরি করে হাঁটে;
যেখানে সারাটা দুপুর জুড়ে বসন্তবাহার,
সন্ধ্যায় মধুবন্তী, রাতে মালকোষ ….
এমন এক পৃথিবী তোমার জন্য গড়ে তুলছি
একটু একটু করে
আমি ও আমরা;
সেখানেই তোমার জন্ম হোক সেই আশায় বাঁচি।
দারুণ