কবিতা- নষ্ট মেয়ে

নষ্ট মেয়ে
উজ্জ্বল সামন্ত

 

 

বলব এক নষ্ট মেয়ের গল্প
গল্প বললে ভুল হবে সত্য
যৌবনা উচ্ছলা লাস্যময়ী তরুণী
যৌবনের প্রেম দিয়েছিল হাতছানি ।

বয়সের দোষ বা ভাগ্যের পরিহাসে
বাবা মা ঘর ছেড়ে প্রেমিকের হাত ধরে পথে
ভালবাসার রাজপ্রসাদে ঐশ্বরিক সুখে বর
কল্পনাও করেনি ভাঙবে ভালোবাসার তাসের ঘর।

প্রেমিক শুধু নয় স্বার্থপর শয়তান লোভী
অবলা অসহায় মেয়েটা হয় বিক্রি
কলঙ্কের কালিমা তার কপালে চিহ্নিত
ভাগ্যের পরিহাসে নিষ্ঠুরতায় কলঙ্কিনী।

ভালোবাসার ছলনায় অসহায় নির্মমে প্রাণোচ্ছল মেয়েটা আজ জ্যান্ত লাশে
প্রতিটা রাত কাটে নির্মম যন্ত্রণায়
নখের আঁচড়ে ক্ষত বিক্ষত দেহ-মনে
আজ সে মক্ষীরানী পতিতালয়ে।

পতিতা বারবনীতা সে সমাজের চোখে
সরলতা অসহায়তায় আজ সে নষ্ট মেয়ে…

Loading

Leave A Comment