কেন ?
– সত্যদেব পতি
হাজার প্রশ্ন মনের জানলা খুলে উঁকি দেয়,সেদিন থেকে….
তোমার সৌন্দর্য্য আমায় পাগল করেছে যখন প্রথম দেখলাম আমার মনের ক্যানভাসে ,
কিন্তু তুমি কি ভালো বেসেছ আমায় কনোদিন ও তোমার স্বারস্বত্য দিয়ে?
জানি না!
কতোবার জানতে চেয়েছি,আর তুমি এড়িয়ে গেছো বার বার সেই শৈশব থেকেই ;
উত্তর আজও আমার কাছে দক্ষিণ হয়েই রইলো।
তোমার পাগল করা রুপ,মাতাল করা হাসি, হরিনীর মতো কাজল নয়ন,বর্ষার মেঘের মতো কেশরাশী-
আজও আমায় উড়িয়ে নিয়ে যায়
পাহাড় থেকে সাগরে।
বুকের মধ্যে কালবৈশাখীর তান্ডব হয়,
আমার মনের সাজানো বাগানের সুন্দরতা ফ্যাকাসে হয় একলহমায়-
কিন্তু বলতে পারিনি তোমাকে কখনো,
তোমার প্রেমের স্বপ্নীল স্মৃতি আমার মনের খাতায় খোদিত।
সেখানে শুধুই তুমি, কবিতা –
আজ জীবন সায়াহ্নে রাতের আগমনি সুর ধ্বনিত হয়,আমার ছেঁড়া তারের মুর্ছনায়…
নদীর জলের মতো মোহনায় এসে শান্ত মন…
তবুও মনে হয় একবার যদি বলতে পারতাম, আজো ভালো বাসি ঠিক আগের মতোই. .
সাহস হয়না!
যদি আজও উওর না পাই তো-
কিসের উন্মাদনা ,কেন এই অভিপ্রায়?
আজও অজানা…
কবিতা তুমি কি ভালো বাসো তোমার অন্তরের ভালো বাসা দিয়ে?